Je Kawta Din

যে ক'টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
যে ক'টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো

যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ
দিয়ে বুনি তোমার শালে ভালোবাসা
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো

তোমার নখের ডগায় তীব্র প্রেমের মানে
আমিও গল্প সাজাই তোমার কানে কানে
তাকিয়ে থাকি হাজার পর্দায় ওড়া বিকেল
শহর দুমড়ে-মুছড়ে থাকুক অন্যদিকে
ট্রাফিকের এই ক্যাকাফোনি আমাদের স্বপ্ন চুষে খায়

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমার দেয়ালঘড়ি কাটায় তুমি লেগে আছো
আমার দেয়ালঘড়ি কাটায় তুমি লেগে আছো

যেমন জড়িয়ে ছিলে ঘুমঘুম বরফ মাসে
আমিও খুঁজি তোমায় আমার আশেপাশে
আবার সন্ধ্যে বেলা ফিরে যাওয়া জাহাজবাসী
বুকে পাথর রাখা মুখে রাখা হাসি
যে যার নিজের দেশে আমরা স্রোত কুড়োতে যাই

যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
যেভাবে জলদি হাত মেখেছে ভাত
নতুন আলুর খোসা আর এই ভালোবাসা
আমার দেয়ালঘড়ি কাটায় তুমি লেগে আছো
আমার দেয়ালঘড়ি কাটায় তুমি লেগে আছো

যে ক'টা দিন তুমি ছিলে পাশে
কেটেছিল নৌকার পালে চোখ রেখে
আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো
আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগে আছো
তোমার চোখে ঠোঁটে গালে আমি লেগে আছি
তোমার আঙুল হাতে কাঁধে আমি লেগে আছি



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link