Boba Tunnel

ফিরে গেছে কত
বোবা টানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছো সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল

ফিরে গেছে কত
বোবা টানেলের গলা চিরে আলো
ইচ্ছেরা ছুটে চলে
সারাটা দিন জুড়ে
তুমি আনাগোনা করেছো সেই সুরে
তার রঙ লেগে আছে
অবুঝের পেন্সিল

ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে
যা চেয়েছো দিতে আমি পারি না
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না

যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়
কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে?
আমি তোমার কথা বলবো কাকে?

হেঁটে গেছি আমি আয়ুরেখা ধরে
সাড়া দিতে এত দেরী হয়ে গেল বলে
জন্ম মৃত্যু ভেঙে
ভোরবেলা তুমি আলো হয়ে ফোটো
আমি জেগে আছি এসো
প্রতি চুম্বনে স্থির

কখনো নাগরদোলা ওলটে পালটে সবই
আমাদের ছিঁড়ে খেলো জোনাকি
আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা
এত প্রেম কাছে এসে এলো না

যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়
কার সাথে বল শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে?
আমি তোমার কথা বলবো কাকে?

যদি কোনোদিন তুমি দু'হাত দিয়ে ঝিনুক কোড়াও
নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলোয়
কার সাথে বল শব্দ ছুঁড়ে ফিরবো বাড়ি মাঝরাতে?
আমি তোমার কথা বলবো কাকে?



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link