Rongeen

আমাকে যদি চিনে থাকো
তাহলে আমায় সঙ্গে রাখো
তোমার রোজের যাতায়াতে
কিংবা লুকোনো খাতাতে

হয়ে আছি রাজি, হয়ে আছি একা
চলে যাই চাঁদে পেলেই দেখা
হয়ে আছি রাজি, হয়ে আছি একা
চলে যাই চাঁদে পেলেই দেখা

এসো দিনগুলোকে বানাতে রঙিন
আমি সেই খুশিতে থাকবো সারাদিন
এসো দিনগুলোকে বানাতে রঙিন
আমি সেই খুশিতে থাকবো সারাদিন

কিছু ঘোরাফেরা, কিছু ওঠাবসা
যদি হয় একই সাথে, মন্দ তাতে কী?
কিছু মেলামেশা, কিছু জানাশোনা
তোর সাথে হবে বলে ফন্দি এঁটেছি

হয়ে আছি রাজি, হয়ে আছি একা
চলে যাই চাঁদে পেলেই দেখা
হয়ে আছি রাজি, হয়ে আছি একা
চলে যাই চাঁদে পেলেই দেখা

এসো দিনগুলোকে বানাতে রঙিন
আমি সেই খুশিতে থাকবো সারাদিন
এসো দিনগুলোকে বানাতে রঙিন
আমি সেই খুশিতে থাকবো সারাদিন

রোজই বলে যাবো কোনো রূপকথা
বসে বসে শুনবে তুমি গালে হাত দিয়ে
দেখাদেখি হলে গলে গলে যাবো
ধীরে ধীরে লজ্জাগুলো ফেলবো ভাঙিয়ে

হয়ে আছি রাজি, হয়ে আছি একা
চলে যাই চাঁদে পেলেই দেখা
হয়ে আছি রাজি, হয়ে আছি একা
চলে যাই চাঁদে পেলেই দেখা

এসো দিনগুলোকে বানাতে রঙিন
আমি সেই খুশিতে থাকবো সারাদিন
এসো দিনগুলোকে বানাতে রঙিন
আমি সেই খুশিতে থাকবো সারাদিন

সারাদিন
সারাদিন
সারাদিন
সারাদিন
সারাদিন



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link