Din Eka Eka

দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়
দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়

তোমাকে দেওয়া কথাগুলো
আজ মেখেছে মাটি ধুলো
পেতে না পেতেই এক নিমিষে
তোমাকে হারালো

দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়
দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়

তোমাকে দেওয়া কথাগুলো
আজ মেখেছে মাটি ধুলো
পেতে না পেতেই এক নিমিষে
তোমাকে হারালো

ভালোবাসা নামে পাখি বন্দি আছে
আজ কোনও খাঁচায়
এই পৃথিবী সেই পৃথিবী
নেইকো কেউ কোথাও, তাকে বাঁচায়

ভালোবাসা নামে পাখি বন্দি আছে
আজ কোনও খাঁচায়
এই পৃথিবী সেই পৃথিবী
নেইকো কেউ কোথাও, তাকে বাঁচায়

তোমাকে দেওয়া হাসি আলো
এক ছুটে কোথায় পালালো
পেতে না পেতেই এক নিমিষে
তোমাকে হারালো

দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়

দিনে রাতে মনে পড়ে
কত কলরব তোমার আমার
যায় হারিয়ে যায় ছাড়িয়ে যায়
রাখে কারণ পথে নামার

দিনে রাতে মনে পড়ে
কত কলরব তোমার আমার
যায় হারিয়ে যায় ছাড়িয়ে যায়
রাখে কারণ পথে নামার

তোমাকে দেওয়া মন্দ-ভালো
নিজেদের মানে তাই খোঁয়ালো
পেতে না পেতেই এক নিমিষে
তোমাকে হারালো

দিন একা একা যায় চলে যায়
মন খুঁজে সে তো পায়নি আমায়
দিন



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link