Shadakalo Rongdhonu

চলে যাবো আমি আজ আকাশে
মিশে যাবো আমি আজ আঁধারে
রংধনু খেলবে আমার সাথে
স্বপ্ন থাকবে আমার পাশে

চলে যাবো আমি রুপকথার মাঝে
মিশে যাবো আমি আজ তারাদের মাঝে

নিঃস্ব হয়ে আমি আজ আকাশে
ঘুরেফিরি আমি নিজের সাথে
তারারা খেলবে আমার সাথে
স্বপ্ন থাকবে আমার পাশে

চলে যাবো আমি রুপকথার মাঝে
মিশে যাবো আমি আজ তারাদের মাঝে



Credits
Writer(s): Tinu Rashid
Lyrics powered by www.musixmatch.com

Link