Durey

আজও আমি পথে
ক্লান্ত এ পথে হেঁটে চলি আমি একা

আলোর এ উৎসবে
তুমি আজও দূরে
দূরে বহু দূরে

নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো-ছায়া

তুমি ধূসর এ আঁধারে এ আঁধারে
কান্নাসিক্ত স্মৃতির বুকে
শব্দহীন এ সৈকতে
হেঁটে চলি আমি একা
অবচেতন মনে

তুমি আজও দূরে
দূরে বহু দূরে
নির্জন একা নিস্তব্ধ এ
আঁধারে দাঁড়িয়ে দেখছো
স্মৃতির আলো-ছায়া
তুমি ধূসর এ আঁধারে
এ আঁধারে

তুমি আজও দূরে
আজও দূরে
তুমি আজও দূরে
আজও দূরে
আজও দূরে
দূরে



Credits
Writer(s): Karnival
Lyrics powered by www.musixmatch.com

Link