Aaro Basanta Bahu Basanta

আরো বসন্ত, বহু বসন্ত
তোমার নামে আসুক

আরো বসন্ত, বহু বসন্ত
তোমার নামে আসুক
তুমি তো সূর্য অস্তবিহীন
চির-জাগরুক
আরো বসন্ত, বহু বসন্ত

ঝড়ের রাতে ক্ষিপ্ত বাতাসে
ঢেউ যদি ওঠে, উঠুক
পূর্ব দিগন্তে জাগরী নাবিকের
দীপ্ত মশাল মুখ
চির-জাগরূক

আরো বসন্ত, বহু বসন্ত
তোমার নামে আসুক
তুমি তো সূর্য অস্তবিহীন
চির-জাগরুক
আরো বসন্ত, বহু বসন্ত

কারাগারে বন্দীর বন্দনায়
গভীর অরণ্যে গেরিলার পথচলায়
কারাগারে বন্দীর বন্দনায়
গভীর অরণ্যে গেরিলার পথচলায়
আফ্রো-এশিয়ায়, লাতিন আমেরিকায়
দাবানল জ্বলে, জ্বলুক
চলমান তব বিজয়ী সেনাদল
হাতে হাতে বন্দুক
চির-জাগরূক

আরো বসন্ত, বহু বসন্ত
তোমার নামে আসুক
তুমি তো সূর্য অস্তবিহীন
চির-জাগরুক

আরো বসন্ত, বহু বসন্ত
আরো বসন্ত, বহু বসন্ত
তোমার নামে আসুক



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link