Dure Nil Pahare

দূরে নীল পাহাড়ে ধার ঘেঁষা গাঁয়ে
থাকে এক বনবালিকা
রূপে তার আকাশে চাঁদে রঙ লাগে
দু'চোখে চমকে চঞ্চলা বিজুলি শিখা

ঝিরঝির ঝরনা গা বেয়ে বেয়ে
নেমে আসে প্রতি ভোরে
ধবধবে ফোঁটা ফুল
কচি মেয়ে শিশুটি দু'হাতে বুকে ধরে
ধীরে ধীরে অতি আদরে

যদি কোনোদিন সেই পথে দেখো তাহারে
হবে যেন পথহারা
বারে বারে ঘুরে সেইখানে যাবে ফিরে
দু'চোখের চাহনিতে হবে পাগলপাড়া

চাইনা ধন-দৌলত, হীরা-মনি জহুরত
চাইনা গো অট্টালিকা
যাবো সেই পাহাড়ে, হবো মেষ পালক
শুধু যদি সাথে পাই রূপসী সেই বালিকা

দূরে নীল পাহাড়ে ধার ঘেঁষা গাঁয়ে
থাকে এক বনবালিকা
থাকে এক বনবালিকা



Credits
Writer(s): Purabi Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link