Joba Phool Phutlo

জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়
জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়
টকটকে মার পা দুখানি, পূজা দেবো মায়ের পায়ে
জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়

সূর্য যখন পুবে ওঠে, অমনি জবা গাছে ফোটে
সূর্য যখন পুবে ওঠে, অমনি জবা গাছে ফোটে
মন ভ্রমরা মধু লোটে, করপুটে মধু খায়

জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়

চন্দ্র যখন নীল গগনে, ঘুমায় জবা মার চরণে
চন্দ্র যখন নীল গগনে, ঘুমায় জবা মার চরণে
রক্তচন্দন জাগরণে প্রেমসিন্ধু ঢেউ খেলায়

জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়

আকাশভরা তারা হাসে অপরাজিতা জবার পাশে
আকাশভরা তারা হাসে অপরাজিতা জবার পাশে
বিল্বপত্র যায় রে ভেসে চরণ স্পর্শে কোন অজানায়

জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়

বিশ্ব মাঝে ক্ষুদ্র ভবা, আয় রে বিরাট রাঙা জবা
বিশ্ব মাঝে ক্ষুদ্র ভবা, আয় রে বিরাট রাঙা জবা
লাল সাগরে আমায় ডুবা
লাল সাগরে আমায় ডুবা, দেখি মাকে কেমন মানায়

জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়
জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়
জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়
জবা ফুল ফুটলো রে বিশ্ব বাগিচায়



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link