Ranga Joba Bayna

রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে
রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে
রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে
সে তারার মালা সরিয়ে ফেলে এলোকেশ নাহি বাঁধে
রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে

পলাশ-অশোক-কৃষ্ণচূড়ায়, রাগ করে সে পায়ে গুঁড়ায়
পলাশ-অশোক-কৃষ্ণচূড়ায়, রাগ করে সে পায়ে গুঁড়ায়
সে কাঁদে দু'হাত দিয়ে ঢেকে যুগল আঁখি সূর্য চাঁদে

রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে

অনুরাগের রাঙাজবা থাক না, থাক না মোর
অনুরাগের রাঙাজবা থাক না, থাক না মোর মনের বনে
আমার কালো মেয়ের রাগ ভাঙাতে ফিরি জবার অন্বেষণে

মা'র রাঙা চরণ দেখতে পেয়ে
মা'র রাঙা চরণ দেখতে পেয়ে বলি, "এই যে জবা, হাবা মেয়ে"
সে জবা ভেবে আপন পায়ে
সে জবা ভেবে আপন পায়ে উঠলো নেচে মধুর ছাঁদে

রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে
রাঙা জবার বায়না ধরে আমার কালো মেয়ে কাঁদে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link