Sadher Bhomra

সাধের ভোমরা
সাধের ভোমরা

সাধের ভোমরা
সাধের ভোমরা উড়িয়া পড়ে ঠাই ঠাই
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
সাধের ভোমরা উড়িয়া পড়ে ঠাই ঠাই
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
সাধের ভোমরা

ওরে ফুলের যখন মধু ছিল, ভোমরের আনাগোনা
ওরে ফুলের যখন মধু ছিল, ভোমরের আনাগোনা
ফুলের এখন মধু নাই, ভ্রমর থাকে না

সাধের ভোমরা
সাধের ভোমরা উড়িয়া পড়ে ঠাই ঠাই
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
সাধের ভোমরা

গাভূর বয়সের যে নারীটার স্বামী নাই রে ঘর
আরে গাভূর বয়সের যে নারীটার স্বামি নাই রে ঘর
মিছামিছি রান্ধন-বাড়ন, মিছাতে সংসার

সাধের ভোমরা
সাধের ভোমরা উড়িয়া পড়ে ঠাই ঠাই
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
সাধের ভোমরা উড়িয়া পড়ে ঠাই ঠাই
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
আরে কায় বলে সে মেওয়া ফুলে মধু নাই?
সাধের ভোমরা



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link