Doyani Rakhibay

দয়ানী রাখিবায় মোরে রে
প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে
দয়ানী রাখিবায় মোরে রে
প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে

শত-না জ্বালায় জ্বলিয়া পুড়িয়া
কী সুখে পাইয়াছি তোরে
শত-না জ্বালায় জ্বলিয়া পুড়িয়া
কী সুখে পাইয়াছি তোরে

হৃদয় চিরিয়া তোমারে ভরিয়া
হৃদয় চিরিয়া তোমারে ভরিয়া
রাখিমু সিলাইয়ো করি রে

প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে
দয়ানী রাখিবায় মোরে রে
প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে

আঁখিটি মুদিয়া থাকিনু বসিয়া
কী করিতে পারে পাড়ার লোকে
আঁখিটি মুদিয়া থাকিনু বসিয়া
কী করিতে পারে পাড়ার লোকে

তুমারে ধরিয়া যাই যদি মরিয়া
তুমারে ধরিয়া যাই যদি মরিয়া
তবেই আমার মনোবাঞ্ছা পুরে রে

প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে
দয়ানী রাখিবায় মোরে রে
প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে

অধীন ভূপালে বলে যে কাতরে
নিরলে পাইয়াছি তোরে
অধীন ভূপালে বলে যে কাতরে
নিরলে পাইয়াছি তোরে

হৃদয় চিরিয়া তোমারে ভরিয়া
হৃদয় চিরিয়া তোমারে ভরিয়া
রাখিমু সিলাইয়ো করি রে

প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে
দয়ানী রাখিবায় মোরে রে
প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে
প্রাণনাথ, মায়ানী রাখিবায় মোরে



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link