Mohabidya

মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক-পালিকা
ভবানী ত্রিলোক-পালিকা
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা

মহাকালি মহাসরস্বতী
মহালক্ষ্মী তুমি ভগবতী
মহাকালি মহাসরস্বতী
মহালক্ষ্মী তুমি ভগবতী
তুমি বেদমাতা, তুমি গায়ত্রী, ষোড়শী কুমারী বালিকা
ষোড়শী কুমারী বালিকা

মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা

কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র মা মহামায়া তব মায়ায়
কোটি ব্রক্ষ্মা, বিষ্ণু, রুদ্র মা মহামায়া তব মায়ায়
সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব-প্রায়

অচিন্ত্য পরমাত্মারূপিণী
অচিন্ত্য পরমাত্মারূপিণী
সুর-নর চরাচর-প্রসবিনী
নমস্তে নমস্তে নমস্তে শিরে অশুভ নাশিনী, তারা মঙ্গল সাধিকা
তারা মঙ্গল সাধিকা

মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
পরমা প্রকৃতি জগদম্বিকা, ভবানী ত্রিলোক-পালিকা
ভবানী ত্রিলোক-পালিকা
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা
মহাবিদ্যা আদ্যাশক্তি, মহাবিদ্যা আদ্যাশক্তি
মহাবিদ্যা আদ্যাশক্তি পরমেশ্বরী কালিকা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link