Tomar Ankhir Moto

তোমারি আঁখির মত
আকাশের দুটি তারা
তোমারি আঁখির মত
আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর প্রাণে
নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি? সে কি তুমি?

তোমারি আঁখির মত
আকাশের দুটি তারা

ক্ষীণ আঁখি-দীপ জ্বালি
বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে
খুঁজি তব পথ-রেখা

ক্ষীণ আঁখি-দীপ জ্বালি
বাতায়নে জাগি একা
অসীম অন্ধকারে
খুঁজি তব পথ-রেখা

সহসা দখিনা বায়ে
চাঁপাবনে জাগে সাড়া
সে কি তুমি? সে কি তুমি?

তোমারি আঁখির মত
আকাশের দুটি তারা

তব স্মৃতি যদি ভুলি ক্ষণ-তরে আন-কাজে
কি যেন কাঁদিয়া উঠে আমার বুকের মাঝে
তব স্মৃতি যদি ভুলি ক্ষণ-তরে আন-কাজে
কি যেন কাঁদিয়া উঠে আমার বুকের মাঝে

বৈশাখী ঝড়ের রাতে
চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম
আসিলে ঝড়ের বেগে

বৈশাখী ঝড়ের রাতে
চমকিয়া উঠি জেগে
বুঝি অশান্ত মম
আসিলে ঝড়ের বেগে

ঝড় চলে যায় কেঁদে
ঢালিয়া শ্রাবণ ধারা
সে কি তুমি? সে কি তুমি?

তোমারি আঁখির মত
আকাশের দুটি তারা
চেয়ে থাকে মোর প্রাণে
নিশীথে তন্দ্রাহারা
সে কি তুমি? সে কি তুমি?

তোমারি আঁখির মত
আকাশের দুটি তারা



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link