Kato Bar Bhebechhinu

খাঁটি বিলাতি সুর ভেঙে তরুণ রবীন্দ্রনাথ
যে অল্প কয়েকটি গান রচনা করেছিলেন
তার একটি হলো "কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া"
ইংল্যান্ডের বিখ্যাত কবি বেন জনসনের লেখা
"Drink to Me Only with Thine Eyes"
গানটি অবলম্বন করে রবীন্দ্রনাথ এই গান লেখেন
অনেকের মতে, ওই ইংরেজি গানটির সুরকার স্বয়ং মোৎসার্ট

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া

চরণে ধরিয়া তব কহিব প্রকাশি
গোপনে তোমারে সখা, কত ভালোবাসি
ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা
কেমনে তোমারে কব প্রণয়ের কথা
ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি
চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী
কেহ জানিবে না মোর গভীর প্রণয়
কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়

আপনি আজিকে যবে শুধাইছ আসি
আপনি আজিকে যবে শুধাইছ আসি
কেমনে প্রকাশি কব কত ভালোবাসি

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া
তোমার চরণে দিব হৃদয় খুলিয়া
কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link