Sokhi Bolo Dekhi

"সখী বলো দেখি লো" গানটির একটি প্রাথমিক রুপ
"দেখি দেখি মুখানি" মালতী পুঁথির একটি পৃষ্ঠায় পাওয়া যায়
তাই মনে হয় এটি সম্ভবত ১২৮৫ সালে
রবীন্দ্রনাথের প্রথমবার ইংল্যান্ড যাওয়ার আগে
আমেদাবাদ-মুম্বাই বাস পর্বে রচিত

সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো
সখী, বলে দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো
চেয়ে আছি, ললনা
মুখানি তুলিবি কি লো
ঘোমটা খুলিবি কি লো
আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো

সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো
সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো

শরমের মেঘে ঢাকা বিধুমুখানি
শরমের মেঘে ঢাকা বিধুমুখানি
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো
মেঘ টুটে জোছনা ফুটে উঠিবে কি লো
তৃষিত আঁখির আশা পূরাবি কি লো

তবে ঘোমটা খোলো, মুখটি তোলো
আঁখি মেলো লো
তবে ঘোমটা খোলো, মুখটি তোলো
আঁখি মেলো লো

সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো
সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো
চেয়ে আছি, ললনা
মুখানি তুলিবি কি লো
ঘোমটা খুলিবি কি লো
আধফোটা অধরে হাসি ফুটিবে কি লো

সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো
সখী, বলো দেখি লো
নিরদয় লাজ তোর টুটিবে কি লো



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link