Jaboi Ami Jaboi Ogo

যাবই আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
যাবই আমি যাবই
লক্ষ্মীরে হারাবই যদি, অলক্ষ্মীরে পাবই
যাবই আমি যাবই

সাজিয়ে নিয়ে জাহাজখানি বসিয়ে হাজার দাঁড়ি
কোন পুরীতে যাব দিয়ে কোন সাগরে পাড়ি
কোন তারকা লক্ষ্য করি কূল-কিনারা পরিহরি
কোন দিকে যে বাইব তরী বিরাট কালো নীরে
মরব না, মরব না
মরব না আর ব্যর্থ আশায় সোনার বালুর তীরে

যাবই আমি যাবই

নীলের কোলে শ্যামল সে দ্বীপ প্রবাল দিয়ে ঘেরা
শৈলচূড়ায় নীড় বেঁধেছে সাগরবিহঙ্গেরা
নারিকেলের শাখে শাখে ঝোড়ো হাওয়া কেবল ডাকে ডাকে
ঘন বনের ফাঁকে ফাঁকে বইছে নগনদী
সাত রাজার ধন মানিক পাব, মানিক পাব সেথায় নামি যদি

আমি যাবই, আমি যাবই ওগো, বাণিজ্যেতে যাবই
যাবই আমি যাবই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link