Chalo Niyammote

চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে
দূরে তাকিয়ো নাকো
ঘাড় বাঁকিয়ো নাকো
চলো সমান পথে
চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে

হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই
হেরো অরণ্য ওই, হোথা শৃঙ্খলা কই
পাগল ঝর্নাগুলো দক্ষিণপর্বতে
পাগল ঝর্নাগুলো...
ও দিক চেয়ো না, চেয়ো না
যেয়ো না, যেয়ো না
চেয়ো না, চেয়ো না
যেয়ো না, যেয়ো না
চলো সমান পথে

চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link