Dui Hridayer Nodi

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়
দুই হৃদয়ের নদী
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার
সম্মুখে রয়েছে তার তুমি প্রেমপারাবার
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়
তোমারি অনন্তহৃদে দুটিতে মিলাতে চায়
দুই হৃদয়ের নদী

সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে
সেই এক আশা করি দুইজনে মিলিয়াছে
সেই এক লক্ষ্য ধরি দুইজনে চলিয়াছে

পথে বাধা শত শত, পাষাণ পর্বত কত
পথে বাধা শত শত, পাষাণ পর্বত কত
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়
দুই বলে এক হয়ে ভাঙিয়া ফেলিবে তায়

দুই হৃদয়ের নদী

অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে
অবশেষে জীবনের মহাযাত্রা ফুরাইলে
তোমারি স্নেহের কোলে যেন গো আশ্রয় মিলে

দুটি হৃদয়ের সুখ, দুটি হৃদয়ের দুখ
দুটি হৃদয়ের সুখ, দুটি হৃদয়ের দুখ
দুটি হৃদয়ের আশা মিশায় তোমার পায়
দুটি হৃদয়ের আশা মিশায় তোমার পায়

দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি
বলো, দেব, কার পানে আগ্রহে ছুটিয়া যায়
দুই হৃদয়ের নদী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link