Tomari Tore Maa

পাশ্চাত্যভূমিতে আসবার আগে ভারতকে আমি ভালোবাসতাম
এখন ভারতের ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র
ভারতের বায়ু আমার কাছে পবিত্রতা মাখা, আমার কাছে এখন তীর্থস্বরুপ

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান

তোমারি তরে, মা

সমাজকে, জগতকে electrify করতে হবে
মহা-আধ্যাত্মিক বন্যা আসছে
নীচ মহৎ হয়ে যাবে
তাঁর কৃপায় মূর্খ মহা-পন্ডিত গুরু হয়ে যাবে
উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত

যদিও এ বাহু অক্ষম দুর্বল
তোমারি কার্য সাধিবে
যদিও এ অসি কলঙ্কে মলিন
তোমারি পাশ নাশিবে

তোমারি তরে, মা

ওঠো, ওঠো, মহাতরঙ্গ আসছে
Onward, onward
এগিয়ে যাও, এগিয়ে যাও
নামের সময় নেই, যশের সময় নেই
মুক্তির সময় নেই, ভক্তির সময় নেই
দেখা যাবে পরে
এখন এ জন্মে অনন্ত বিস্তার
তাঁর মহান চরিত্রের, তাঁর মহান জীবনের
তাঁর অনন্ত আত্মার
এইটাই কাজ, আর কিচ্ছু নেই

যদিও, হে দেবী, শোণিতে আমার
কিছুই তোমার হবে না
তবু, ওগো মাতা, পারি তা ঢালিতে
একতিল তব কলঙ্ক ক্ষালিতে
নিভাতে তোমার যাতনা

যে যে তাঁর সেবার জন্য
তাঁর সীমানায়
তাঁর সন্তানদের
গরীব, গূর্ব, পাপি-তাপি, কীট-পতঙ্গ পর্যন্ত
তাদের সেবার জন্য যে যে তৈরি হবে
তাদের ভেতর তিনি আসবেন
তাদের মুখে সরস্বতি বসবেন
তাদের বক্ষে মহামায়া মহাশক্তি বসবেন

যদিও, জননী, যদিও আমার
এ বীণায় কিছু নাহিক বল
কী জানি যদি, মা, একটি সন্তান
জাগি উঠে শুনি এ বীণাতান

তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান
তোমারি তরে, মা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link