Ei Prithibir Pother

এই পৃথিবীর পথের 'পরে আজি
এই পৃথিবীর পথের 'পরে আজি
মায়ের পায়ের পরশধূলা লাগে
ধূসর ধূলা রঙিন হলো সাজি
কত রঙের জীবনমুকুল জাগে
এই পৃথিবীর পথের 'পরে আজি

তোমার দু'টি চরণতলে রাঙা ফুটেছি আজ দলে দলে
তোমার দু'টি চরণতলে, রাঙা চরণতলে
কত কালের ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায় মাগো
এই বিকাশের আকুল অনুরাগে
মায়ের পায়ের পরশধূলা লাগে

এই পৃথিবীর পথের 'পরে
পৃথিবীর পথের 'পরে আজি
এই পৃথিবীর পথের 'পরে আজি

আমরা তোমার জ্যোতির শিশু যত
ধূলার খেলায় ছিলাম তোমায় ভুলে
মাটির সাথে ছিলাম মাটির মতো
শিখার মতো উঠেছি আজ দুলে

তোমার ধ্রুব নীহারিকা লেখে মোদের ভালে লিখা
তোমার ধ্রুব নীহারিকা লেখে মোদের ভালে লিখা
আজ অবনীর দীপালিকায়
আজ অবনীর দীপালিকায়, মাগো
কোন অলকার আলোর মালা রাখে
মায়ের পায়ের পরশধূলা লাগে

এই পৃথিবীর পথের 'পরে
পৃথিবীর পথের 'পরে আজি
এই পৃথিবীর পথের 'পরে আজি



Credits
Writer(s): Gobindagopal Mukherjee, Kabi Nishikanto
Lyrics powered by www.musixmatch.com

Link