Maa Tor Charon

মা, চরণ ধরে আছি পড়ে
মা, একবার চেয়ে দেখিস নে, মা, মা
চরণ ধরে
মত্ত আছিস আপন খেলায়
মা, তোর আপন ভাবে বিভোর বামা, মা
চরণ ধরে

একি খেলা খেলিস ঘুরে
স্বর্গ-মর্ত্য-পাতাল জুড়ে
একি খেলা খেলিস ঘুরে
স্বর্গ-মর্ত্য-পাতাল জুড়ে
ভয়ে নিখিল মুদে আঁখি
তোর চরণ ধরে ডাকে, মা, মা

চরণ ধরে

আয় মা এবার তারা রূপে
স্মিত মুখে শুভ্রবাসে
নিশার ঘন আঁধার দিয়ে
ঊষা যেমন নেমে আসে

এতদিন তো কালী ভীমা
তোরি পূজা করেছি, মা
আর কিছু তো জানি না মা
জানি দুটি চরণ শ্যামা, মা

পূজা আমার সাঙ্গ হলো
পূজা আমার সাঙ্গ হলো
এখন মা তোর অসি নামা, মা

চরণ ধরে আছি পড়ে, মা
একবার চেয়েও দেখিস নে, মা, মা
চরণ ধরে



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link