Tabu Pari Ne

তবু পারি নে সঁপিতে প্রাণ
পলে পলে মরি সেও ভালো
সহি পদে পদে অপমান
তবু পারি নে সঁপিতে প্রাণ

কথার বাঁধুনি, কাঁদুনির পালা
চোখে নাহি কারো নীর
আবেদন আর নিবেদনের থালা
বহে বহে নত শির

কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ
জগতের মাঝে ভিখারির সাজ
কাঁদিয়ে সোহাগ, ছি ছি একি লাজ
জগতের মাঝে ভিখারির সাজ
আপনি করি নে আপনার কাজ
পরের 'পরে অভিমান

তবু পারি নে সঁপিতে প্রাণ

আপনি নামাও কলঙ্কপশরা
যেয়ো না পরের দ্বার
পরের পায়ে ধরে মান ভিক্ষা করা
সকল ভিক্ষার ছার

"দাও দাও" বলে পরের পিছু পিছু
কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু
"দাও দাও" বলে পরের পিছু পিছু
কাঁদিয়া বেড়ালে মেলে না তো কিছু
মান পেতে চাও, প্রাণ পেতে চাও
প্রাণ আগে করো দান
মান পেতে চাও, প্রাণ পেতে চাও
প্রাণ আগে করো দান

তবু পারি নে সঁপিতে প্রাণ
পলে পলে মরি সেও ভালো
সহি পদে পদে অপমান
তবু পারি নে সঁপিতে প্রাণ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link