Manomohono

মনোমোহন, গহন যামিনীশেষে
দিলে আমারে জাগায়ে
মনোমোহন, গহন-

মেলি দিলে শুভপ্রাতে সুপ্ত এ আঁখি
মেলি দিলে শুভপ্রাতে সুপ্ত এ আঁখি
শুভ্র আলোক লাগায়ে

মনোমোহন, গহন-

মিথ্যা স্বপনরাজি কোথা মিলাইল
আঁধার গেল মিলায়ে

শান্তিসরসী-মাঝে চিত্তকমল
শান্তিসরসী-মাঝে চিত্তকমল
ফুটিল আনন্দবায়ে

মনোমোহন, গহন যামিনীশেষে
দিলে আমারে জাগায়ে
মনোমোহন, গহন-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link