Sangsare Jodi Nahi

সংসারে যদি নাহি পাই সাড়া
তুমি তো আমার রহিবে
বহিবারে যদি না পারি এ ভার
তুমি তো, বন্ধু, বহিবে
সংসারে যদি নাহি পাই সাড়া

কলুষ আমার, দীনতা আমার
তোমারে আঘাত করে শতবার
কলুষ আমার, দীনতা আমার
তোমারে আঘাত করে শতবার
আর কেহ যদি না পারে সহিতে
তুমি তো, বন্ধু, সহিবে

সংসারে যদি নাহি পাই সাড়া

যাক ছিঁড়ে যাক মোর ফুলমালা
থাক পড়ে থাক ভরা ফুলডালা
হবে না বিফল মোর ফুল তোলা
হবে না বিফল মোর ফুল তোলা
তুমি তো চরণে লইবে

দুঃখেরে আমি ডরিব না আর
কন্টক হোক কন্ঠের হার
দুঃখেরে আমি ডরিব না আর
কন্টক হোক কন্ঠের হার
জানি তুমি মোরে করিবে অমল
যতই অনলে দহিবে

সংসারে যদি নাহি পাই সাড়া
তুমি তো আমার রহিবে
বহিবারে যদি নাহি পাবে ভয়
তুমি তো, বন্ধু, বহিবে
সংসারে যদি নাহি সাড়া



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link