Ke Jane Ki-Ha Sokhi

কে জানে কী ভাবি
ক্ষণেক পরে ফিরে আসি
দেয় সে মোরে উপহার
কতক আদর, কতক হাসি
তবু তো মন মানে না
জানি আমি, সে যে ছলনা
বলে না তো সে, "ভালোবাসি"
যত তারে শুধাই কাছেতে বসি
"ভালো কি বাসো গো মোরে?"
শুধু দেয় হাসি ফিরে ফিরে

হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা

মিছে প্রণয়ের হাসি
বোলো তারে, ভালো নাহি বাসি
মিছে প্রণয়ের হাসি
বোলো তারে, ভালো নাহি বাসি

চাই নে মিছে আদর তাহার
ভালোবাসা চাই নে
চাই নে মিছে আদর তাহার
ভালোবাসা চাই নে
বোলো বোলো, সজনী লো, তারে
আর যেন সে লো আসে নাকো হেথা

হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link