Bhitar Pane Takai-Lukale Bolei

ভিতর পানে তাকাই যখন
বুঝতে না'রি কোথা যে মন
ফিরে ফিরে হলো হারা
তবু নাহি দিল সারা
যারে আমি বাঁধতে চাই
কোথা তারে খুঁজে পাই?

লুকালে বলেই খুঁজে বাহির করা
লুকালে বলেই
ধরা যদি দিতে তবে যেত না ধরা
লুকালে বলেই খুঁজে বাহির করা
লুকালে বলেই

পাওয়া ধন আনমনে হারাই যে অযতনে
পাওয়া ধন আনমনে হারাই যে অযতনে
হারাধন পেলে সে যে হৃদয়-ভরা

লুকালে বলেই খুঁজে বাহির করা
লুকালে বলেই

আপনি যে কাছে এল দূরে সে আছে
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে
আপনি যে কাছে এল দূরে সে আছে
কাছে যে টানিয়া আনে সে আসে কাছে

দূরে বারি যায় চলে, লুকায় মেঘের কোলে
দূরে বারি যায় চলে, লুকায় মেঘের কোলে
তাই সে ধরায় ফেরে পিপাসাহারা

লুকালে বলেই খুঁজে বাহির করা
লুকালে বলেই
ধরা যদি দিতে তবে যেত না ধরা
লুকালে বলেই খুঁজে বাহির করা
লুকালে বলেই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link