Jani na kon montorey

শুনলি না তো বিধি-নিষেধ
মানলি না তো মন্ত্রণা
ভালোবাসা ভ্রান্তি-বিলাস
সুখের কোনো মন্ত্র না

শুনলি না তো বিধি-নিষেধ
মানলি না তো মন্ত্রণা
ভালোবাসা ভ্রান্তি-বিলাস
সুখের কোনো মন্ত্র না

মিছে তোর ঐ প্রণয় তৃষ্ণা
আনলো ডেকে যন্ত্রনা
বুঝলি না কেন মন রে
আমি মানুষ, কোনো যন্ত্র না

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

প্রেম নয়, মন, ভালোবাসা
সুখের জন্যে তোর যাচাই
আসল-নকল চিনলি না তুই
করলি না তো মন যাচাই

প্রেম নয়, মন, ভালোবাসা
সুখের জন্যে তোর যাচাই
আসল-নকল চিনলি না তুই
করলি না তো মন যাচাই

প্রেম ফাঁদে দিসনে ধরা
বলেছিলাম প্রাণ তোরে
শুনলি না মন, ঝরলো নয়ন
ভাসলি দুঃখের প্রান্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

প্রেমের বসত অচিনপুরে
শহর নগর গঞ্জ না
জেনেও মিছে ঘুরলি পিছে
জুটলো কেবল গঞ্জনা

প্রেমের বসত অচিনপুরে
শহর নগর গঞ্জ না
জেনেও মিছে ঘুরলি পিছে
জুটলো কেবল গঞ্জনা

প্রেম যাতনা কঠিন ভীষণ
আর সহে না অন্তরে
দে না এবার ক্ষান্ত রে মন
হোক না প্রেমের অন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

শুনলি না তো বিধি-নিষেধ
মানলি নাতো মন্ত্রণা
ভালোবাসা ভ্রান্তি-বিলাস
সুখের কোনো মন্ত্র না

মিছে তোর ঐ প্রণয় তৃষ্ণা
আনলো ডেকে যন্ত্রনা
বুঝলি না কেন মন রে
আমি মানুষ, কোনো যন্ত্র না

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে

কেমন করে বশ করি হায়রে
পাগল মন তোরে
কোন সূত্রে, কি জাদুতে
জানি না কোন মন্তরে



Credits
Writer(s): Russel Oneal, Bappa Majumder
Lyrics powered by www.musixmatch.com

Link