Ei GaanTa

এই গানটা
বিরহের গান হতে পারতো
আকাশ মিছিলে
মেঘগুলো যদি কালোয় ঢাকতো

এই গানটা
বিরহের গান হতে পারতো
তোমার রাতের ডায়েরিতে
সঞ্জীব যদি থাকতো

এই গানটা
বিরহের গান হতে পারতো
আকাশ মিছিলে
মেঘগুলো যদি কালোয়া ঢাকতো

এই গানটা
বিরহের গান হতে পারতো
এই গানটা
বিরহের গান হতে পারতো

চায়ের কাপে পুড়ছে যে ছাই
আঁধারের রঙ্গে সুর গুলো চাই
Guitar এর তারে
আঙুলের ছোঁয়ায় তুমুল বিষাদ উঠতো

এই গানটা
বিরহের গান হতে পারতো
Guitar এর তারে
অলক্ষ্যে যদি "নিলয় দাস" থাকতো
এই গানটা
বিরহের গান হতে পারতো

এই গানটা
বিষাদের সুর শুধু মাখতো
এই গানটা
বিষাদের সুর শুধু মাখতো

রাতগুলো নাগরিক ভোরে
সারারাত কবিতার ঘোরে
দেয়ালে দেয়ালে সন্ধ্যার কাব্য
সন্ধ্যার ছায়া হতে পারতো

এই গানটা
সবার হৃদয়ে আঁকতো
অজানার ঠিকানায়
হাসিমুখে Happy থাকতো

এই গানটা
বিরহের গান হতে পারতো
আকাশ মিছিলে
মেঘগুলো যদি কালোয় ঢাকতো



Credits
Writer(s): Bappa Majumder, Rana
Lyrics powered by www.musixmatch.com

Link