Gyane O Bhoge

জ্ঞানে এবং ভোগে এবং কর্মে ব্রহ্মকে স্বীকার করিলেই
তাঁহাকে সম্পূর্ণভাবে স্বীকার করা হয়
সেইরূপ সর্ব্বাঙ্গীণভাবে ব্রহ্মকে উপলব্ধি করিবার স্থান
এই সংসার, আমাদের এই কর্মক্ষেত্র
ইহাই আমাদের ধর্মক্ষেত্র, ইহাই ব্রহ্মের মন্দির
এখানে জগৎমণ্ডলের জ্ঞানে ঈশ্বরের জ্ঞান
জগৎসৌন্দর্যের ভোগে ঈশ্বরের ভোগ
এবং জগৎসংসারের কর্মে ঈশ্বরের কর্ম জড়িত রহিয়াছে
সংসারের সেই জ্ঞান, সৌন্দর্য্য ও ক্রিয়াকে
ব্রহ্মের দ্বারা বেষ্টিত করিয়া জানিলেই ব্রহ্মকে অন্তরতর করিয়া জানা যায়

যস্তু সর্বাণি ভূতানি আত্মন্যেবানুপশ্যতি
সর্ব্বভূতেষু চাত্মানং ততো ন বিজুগুপ্সতে

যিনি সমস্ত ভূতকে পরমাত্মার মধ্যে দেখেন
এবং সর্বভূতের মধ্যে পরমাত্মাকে দেখেন
তিনি কাহাকেও ঘৃণা করেন না



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link