Asato Maa

অসতো মা সদগময়
তমসো মা জ্যোতির্গময়
মৃত্যোর্মামৃতং গময়

সংসারী জীবের পক্ষে একটি মাত্র প্রার্থনা আছে
সে প্রার্থনা, অসৎ হইতে আমাকে সত্যে লইয়া যাও
অন্ধকার হইতে আমাকে জ্যোতিতে লইয়া যাও
মৃত্যু হইতে আমাকে অমৃতে লইয়া যাও
সত্যকে মিথ্যা করিয়া লইয়া
তাহার নিকট সত্যের জন্য ব্যাকুলতাপ্রকাশ চলে না
জ্যোতিকে স্বেচ্ছাকৃত কল্পনার দ্বারা অন্ধকারে আচ্ছন্ন করিয়া
তাহার নিকট আলোকের জন্য প্রার্থনা বিড়ম্বনা মাত্র
অমৃতকে সহস্তে মৃত্যুধর্মের দ্বারা বিকৃত করিয়া
তাহার নিকট অমৃতের প্রত্যাশা মূঢ়তা



Credits
Writer(s): Govind Saraswati
Lyrics powered by www.musixmatch.com

Link