Mon Kharaper Gaan

বসে আছি অনেকক্ষণ
মন ভালো নেই আমার
যাবো না ওখানে
আজ আমার একা থাকা দরকার

সারা দিনে আজ
অনেকগুলো কাজ
কাজগুলোকে ফেলে
যাবো কোথাও চলে

বসে আছি অনেকক্ষণ
মন ভালো নেই আমার
যাবো না ওখানে
আজ আমার একা থাকা দরকার

যাবো না ওখানে আমি
কাজগুলো করবো না আমি
ভেবে যাবো আপন মনে
ঘরের সেই চেনা কোণে

যাবো না ওখানে আমি
কাজগুলো করবো না আমি
ভেবে যাবো আপন মনে
ঘরের সেই চেনা কোণে

যাবো না ওখানে
আজ আমার একা থাকা দরকার
যাবো না ওখানে
আজ আমার একা থাকা দরকার
যাবো না, যাবো না, যাবো না
আজ আমার একা থাকা দরকার

একা থাকা দরকার
একা থাকা দরকার
একা থাকা দরকার
একা থাকা দরকার



Credits
Writer(s): Ishmamul Elin
Lyrics powered by www.musixmatch.com

Link