Mon Pagol

মন কে তুমি শান্ত রাখো
মন কে তুমি শান্ত রাখো
ওরে পাগল, থাকরে কিছু ভুল

মন কে তুমি শান্ত রাখো
ওরে পাগল, থাকরে কিছু ভুল

ওরে ও ওরে পাগল
ওরে ও ওরে পাগল
হোসনা ব্যাকুল

ও তুই ভালো লাগার গল্প লিখিস
ভালো লাগার গল্প লিখিস
সুস্থ থাকিস
বাচলে হয় মাসুল

মন কে তুমি শান্ত রাখো
ওরে পাগল, থাকরে কিছু ভুল

যদি আর নাই বাচি ভাই
যদি আর নাই বাচি ভাই
যদি আর নাই বাচি তবে
মনরে শুধাই

কিসের এত তাড়া কিসের?
মধুটা নে বদলে বিষের

যদি আর নাই বাচি তবে মন রে শুধাই

কিলাভ এত অংক কষে
কষ্টগুলো আগলে রেখে
ও তুই একটু জিরো আরাম মেখে
ও তুই একটু জিরো আরাম মেখে
ও তুই একটু জিরো আরাম মেখে

মনকে তুমি শান্ত রাখো
ওরে পাগল থাকরে কিছু ভুল
মনকে তুমি শান্ত রাখো
ওরে পাগল থাকরে কিছু ভুল



Credits
Writer(s): Ishmamul Elin
Lyrics powered by www.musixmatch.com

Link