Ekta Roddur Ekta Megh (Solo)

একটা রোদ্দুর, একটা মেঘ
আর শুধুই লুকোচুরি
একটা রোদ্দুর, একটা মেঘ
আর শুধুই লুকোচুরি

একটা মনেতে উদ্বেগ
আর মিথ্যে ভুরিভুরি
নিজের সাথে আপস করে
ঝগড়ুটে দুপুরে একা আমি
And the sounds
Of silence

একটা কান্না, একটা সুখ
আর শুধুই মারামারি
একটা কান্না, একটা সুখ
আর শুধুই মারামারি
একটা সত্যে কাঁদে, কাঁদে বুক
আর সত্যি ভুরিভুরি

নিজের কাছে গোপন করে
নিজের কথাই লেখার তরে
একা আমি
And the sounds
Of silence

একটা আকাশের কোলে মেঘ
আর শুধুই কাড়াকাড়ি
একটা আকাশের কোলে মেঘ
আর শুধুই কাড়াকাড়ি
সেই মনেতে আজও উদ্বেগ
চল পালাই তাড়াতাড়ি

নিজের জগত বুকে করে
নিজের কথা নিজের সুরে
লিখি আমি
And the sounds
Of silence



Credits
Writer(s): Sudip Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link