Jibonbrikkho

বিষাক্ত নগরী
ওরা ধ্বংসের জুয়ারী
খেলায় নেমেছে
মুখে অক্সিজেন মুখোশ

যেদিকে তাকাই
ধূসর কালো রং
পুড়ে যায় যে বন
গুড়িয়ে সবুজ জীবন

আজ হাজার হাজার মাঠ
কাঁটা তারের জাল
ওরা গড়ে চলেছে
কালো কংক্রিটের দেয়াল
এই চারকোনা বাক্সে যুদ্ধ চলেছে
বিকার নেই কারো
জগতটাই দুলছে

ওরা জুয়ারি আসরে
খেলে যে ধোয়ারই আড়ালে
ওরা শিকারী লুকিয়ে
জীবন বৃক্ষের পাতালে
সৃষ্টির সর্বকূল নিজ সমাধিতে
মনুষ্যত্ব হারিয়ে বিভৎসতার শিখরে

ওরা গড়ে চলেছে
অমানুষের কারবালা
অর্থের নেশায় ধ্বংসের প্রাসাদ
ওদের চোখে নেই যে ভয়
মৃত্যুদূতের আসবার
রক্তের বৃষ্টি বজ্রের সৃষ্টি

অবিরাম জলস্রোত
বিষাক্ত তিক্ত ঘন কালো কুয়াশায়
দুই মেরু ঢেকে যায়
প্রাণবায়ু ফুরিয়ে
শেষ প্রাণীকূল মিশে যায়

শুণ্যতায়



Credits
Writer(s): Ground Force, K H Sazzadul Arefeen
Lyrics powered by www.musixmatch.com

Link