Shottojoddhya

উজ্জ্বল এক আলো
দূর গগনে ভাসছে
বিদ্যুতের ঝলক দেখা যায়
ভেঙ্গে পড়া শহর
বিদ্যুতের খুঁটি
কড়মড় করে উঠছে সব হটাৎ

প্রাণ যেনো ফিরে পাচ্ছে
সুর্যটা আবার
তোমাদের নেই কোন ছাড় আজ

পৌঁছে গেছে পৃথিবীর গান ওদের কাছে
আলোর গতি হাজার লক্ষ ছায়াপথ পেরিয়ে
প্রাচীন বুদ্ধিমত্তা ওদের আমাদের অবয়ব
যুদ্ধের শেষে যুদ্ধ আবার করবে সত্যযোদ্ধার দল

অঙ্গহীন দেহে নিমেষেই প্রাণ আনে
বর্ণহীন কঠিন অবয়ব
নীল রঙের বলয়ে
বেঁচে থাকবে তুমি
যতই করুক শত্রু আক্রমণ

বন যেনো ফিরে পাচ্ছে
প্রকৃতির সবুজ প্রাণ
তোমাদের নেই কোন ছাড় আজ

তোমরা যারা ভেবেছিলে নিজেদের ঈশ্বর
সত্যযোদ্ধারা আজ তোমাদেরই প্রাণের সংশয়
জীবনবৃক্ষ দেখ জেগে উঠছে আবার
শেকড় বেয়ে তোমাদের বাঁচার মিছে প্রচেষ্টা

সত্যযোদ্ধা

এবার পালাবে কোথায়



Credits
Writer(s): Ground Force, K H Sazzadul Arefeen
Lyrics powered by www.musixmatch.com

Link