Du Bela Du Mutho

দু'বেলা দু'মুঠো ভাতের অন্বেষায়
দিগ্বিদিক ছুটে পাথর ঘাঁটিয়ে
রোদ্র খরতাপে বৃষ্টিতে ভিজে
ঘরে ফিরে তারা ক্লান্তির নেশায় বুঁদ

ছোট্ট ছোট্ট ব্যথা সুখের আলোকে
চিন্তার রাজ্যে আবেগ মিশিয়ে
সত্য ছন্দ-লয়ের মেলামেশায়
জেগে উঠে তারা সুরের মূর্ছনায়

সুন্দর মনের সুপ্ত বাসনা
শূন্য হৃদয়ের আশার আলো
অপমান অভিযোগ পেরিয়ে দুর্ভোগ
সুন্দর প্রেমের বিজয় যেন

শ্রমই সুখ, শ্রম-ধারায় সৃষ্টি সুখ সুর জুড়ে
সুখ প্রেমের আঙ্গিনায় ত্যাগের মহিমায়
আমার জীবনে নেই অন্বেষা, সুখ-আশা
বন্ধুর পথ জুড়ে আনন্দ-হতাশা

দু'বেলা দু'মুঠো ভাতের অন্বেষায়
দিগ্বিদিক ছুটে পাথর ঘাঁটিয়ে
রোদ্র খরতাপে বৃষ্টিতে ভিজে
ঘরে ফিরে তারা ক্লান্তির নেশায় বুঁদ



Credits
Writer(s): Syed Hasanur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link