Boro Ochena

মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনা এত
কিছু বুঝানো যায় না
তুমি কেন এসেছিলে

কিছু অভিনয়ে, কিছুটা ছলনায়
ক্ষণিকের আবেগে
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে

বড়ো অচেনা, বড়ো অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড়ো অচেনা, বড়ো অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না

যেখানে স্বপ্ন, নেই নীরবতা
ও, মন যে চায় সেখানে চলে যাই
ও, সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে

বড়ো অচেনা, বড়ো অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড়ো অচেনা, বড়ো অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না

মনে মনে শুধু তোমারই ভাবনায়
বিরহের অনলে অতৃপ্ত বাসনায় এত
কিছু বুঝানো যায় না
তুমি কেন এসেছিলে

কিছু অভিনয়ে, কিছুটা ছলনায়
বিরহের অনলে
সময়ের স্রোতধারায়
তুমি আমি এই দুজনায়
তবু মুখোমুখি দাঁড়িয়ে

বড়ো অচেনা, বড়ো অচেনা
যার কাছে এসে ভালোবেসেও
মন তো পেলাম না
বড়ো অচেনা, বড়ো অচেনা
এই হৃদয় আমার কেড়ে নিলে
কিছুই তো দিলে না



Credits
Writer(s): Syed Hasanur Rahman
Lyrics powered by www.musixmatch.com

Link