Antore Jagicho Antarojami

হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল
শরীরটি গান, তাতে প্রাণ আর মস্তিষ্কের এক মেলবন্ধনে
দুই কবির গানের মধ্যে দিয়ে পথ হাঁটা
যে পথ মিলে যায় কোন কোন রেলস্টেশনে
এক চিন্তায়, এক মননে অনুসরণে
একজন পৃথিবীকে গেঁথেছেন
কাব্য সঙ্গীতের অপার্থিব মায়ার সুতোয়
আর অপরজন পার্থিব অনুভূতিকে বেঁধেছেন
রাগ সঙ্গীতের তারে

দুই কবির মধ্যে মিল হলো
দুজনেই সঙ্গীতের বিভিন্ন ধারাকে
তাদের গানের মধ্যে আনতে চেয়েছিলেন
যেমন দেশি থেকে প্রদেশি, প্রদেশি থেকে বিদেশি
দুজনেই নিজেদের সৃষ্টির মধ্যে হতে চেয়েছেন এক থেকে অনেক
হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল
এক যোগাযোগের আবিষ্কার স্থায়ী বন্ধনের সম্পর্কিত অন্তরা

অন্তরে জাগিছ অন্তরযামী, অন্তরযামী
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি
অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ

সংসার সুখ করেছি বরণ
সংসার সুখ করেছি বরণ
তবু তুমি মম জীবনস্বামী

অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ

না জানিয়া পথ ভ্রমিতেছি পথে
আপন গরবে অসীম জগতে
না জানিয়া পথ ভ্রমিতেছে পথে
আপন গরবে অসীম জগতে

তবু স্নেহনেত্র জাগে ধ্রুবতারা
তবু স্নেহনেত্র জাগে ধ্রবতারা
তব শুভ আশিস আসিছে নামি

অন্তরে জাগিছ
অন্তরে জাগিছ অন্তরযামী, অন্তরযামী
তবু সদা দূরে ভ্রমিতেছি আমি
অন্তরে জাগিছ, অন্তরে জাগিছ



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link