Ei Bujhi Mor Bhorer Tara

এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে
এই বুঝি মোর...
অবাক-চোখে ওই চেয়ে রয় চিরদিনের হাসি হেসে
এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে
এই বুঝি মোর...

সকল বেলা পাই নি দেখা, পাড়ি দিল কখন একা
নামল আলোক-সাগর-পারে
নামল আলোক-সাগর-পারে অন্ধকারের ঘাটে এসে

এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে
এই বুঝি মোর...

সকাল বেলা আমার হৃদয় ভরিয়েছিল পথের গানে
সন্ধ্যাবেলা বাজায় বীণা কোন সুরে যে কেই বা জানে
পরিচয়ের রসের ধারা কিছুতে আর হয় না হারা
বারে বারে নতুন করে চিত্ত আমার ভুলাবে সে

এই বুঝি মোর ভোরের তারা এল সাঁঝের তারার বেশে
এই বুঝি মোর...



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link