Bakul Phuler Mala

বকুল ফুলের মালা দিমু
আলোকলতা'র বালা দিমু
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না

বকুল ফুলের মালা দিমু
আলোকলতা'র বালা দিমু
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না
তবু হায় রাগ করে না

কিনা দিমু ঢাকাই শাড়ি
পইরা যাইবা বাপের বাড়ি
কিনা দিমু ঢাকাই শাড়ি
কিনা দিমু ঢাকাই শাড়ি
পইরা যাইবা বাপের বাড়ি

মুখ দেখনের লাইগা দিমু
মুখ দেখনের লাইগা দিমু
বেলজিয়ামের আয়না
তবু হায় রাগ করে না

বকুল ফুলের মালা দিমু
আলোকলতা'র বালা দিমু
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না
তবু হায় রাগ করে না

নাকে দিমু নাকেরই ফুল
খোপায় দিমু রেশমিরই চুল
নাকে দিমু নাকেরই ফুল
খোপায় দিমু রেশমিরই চুল

নাকে দিমু নাকেরই ফুল
খোপায় দিমু রেশমিরই চুল
নাকে দিমু নাকেরই ফুল
নাকে দিমু নাকেরই ফুল
খোপায় দিমু রেশমিরই চুল

আরও দিমু তোমায় আমি
আরও দিমু তোমায় আমি
গা ভরিয়া গয়না
তবু হায় রাগ করে না

বকুল ফুলের মালা দিমু
আলোকলতা'র বালা দিমু
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না

বকুল ফুলের মালা দিমু
আলোকলতা'র বালা দিমু
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না
ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না

ও আমার ময়নার মা
তবু হায় রাগ করে না



Credits
Writer(s): N/a Rinku
Lyrics powered by www.musixmatch.com

Link