Bhramara Bosli Na Phool Joubone

ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে
ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে

কে বাউল বাঁধল বাসা
কে বাউল বাঁধল বাসা
তোর মনে, তোর মনে

ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে
ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে

ভালোবাসা মন পোড়ানো সাধের আগুন খেলা
ভালোবাসা মন পোড়ানো সাধের আগুন খেলা
আগুনের উজান গাঙে ভাসে বেহুলা
ভালোবাসা মন পোড়ানো সাধের আগুন খেলা
আগুনের উজান গাঙে ভাসে বেহুলা

দুপুর বেলা, দুপুর বেলা
দুপুর বেলা, দুপুর বেলা
কার টানে, কার টানে

ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে

আগুনের ফুল ফুটিয়ে রসের বৃন্দাবনে
আগুনের ফুল ফুটিয়ে রসের বৃন্দাবনে
কে তুমি চপলমতি ওড় গুঞ্জরনে
আগুনের ফুল ফুটিয়ে রসের বৃন্দাবনে
কে তুমি চপলমতি ওড় গুঞ্জরনে

জানো না মিলবে কবে
জানো না মিলবে কবে
কার সনে, কার সনে

ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে
ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে

কে বাউল বাঁধল বাসা
কে বাউল বাঁধল বাসা
তোর মনে, তোর মনে

ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে
ভোমরা বসলি না ফুল যৌবনে, যৌবনে
পিয়াসে রাখলি না ঠোঁট মৌবনে



Credits
Writer(s): Atanu Tiyash
Lyrics powered by www.musixmatch.com

Link