Shrabon Tumi Batasey Kar

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে
শ্রাবণ, তুমি
পথে তারি সকল বারি দিলে ঢেলে
কেয়া কাঁদে, যায় যায় যায়
কদম ঝরে, হায় হায় হায়
শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে
শ্রাবণ, তুমি

পুব-হাওয়া কয়, "ওর কি সময় নাই বাকি আর?"
শরৎ বলে, "যাক না সময়, ভয় কিবা তার
কাটবে বেলা আকাশ-মাঝে বিনা কাজে
অসময়ের খেলা খেলে"
কেয়া কাঁদে, যায় যায় যায়
কদম ঝরে, হায় হায় হায়

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে
শ্রাবণ, তুমি

কালো মেঘের আর কি আছে দিন
ও যে হল সাথিহীন
কালো মেঘের আর কি আছে দিন
ও যে হল সাথিহীন
পুব-হাওয়া কয়, "কালোর এবার যাওয়াই ভালো"
শরৎ বলে, "মিলিয়ে দেব কালোয় আলো
সাজবে বাদল আকাশ-মাঝে সোনার সাজে
কালিমা ওর মুছে ফেলে"
কেয়া কাঁদে, যায় যায় যায়
কদম ঝরে, হায় হায় হায়

শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে
শ্রাবণ, তুমি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link