Aay Bollei

আয় বললেই বিড়াল পায়ে পায়ে
হেট মুণ্ডি থালার দিকে যাওয়া
আয় বললেই নীরব হরণ
ঘুমের আগে শোয়া
আয় বললেই গলা বাড়াই
সোনার হারটি পাওয়া
আয় বললেই বিড়াল পায়ে পায়ে
ছাতার নিচে ভাতের থালায় জীবন খুঁজে পাওয়া
এই তো জীবন বাঃ রে জীবন
সকাল সন্ধে বেলা এই প্রেয়সি এই জননী এই ভগিনীর খেলা
নানান রুপের ঝিলিক দেওয়া মুখ মুখোশের মেলা
তারই মধ্যে সতি নামের দাহ্য খুঁজে পাওয়া
আয় বললেই বিড়াল পায়ে পায়ে
হেট মুণ্ডি এক বিছানায় যাওয়া
হায় রে জীবন এক চোখও তুই এ দিক দেখিস না
সাত খুন্মা পুরুষ বলে খুঁটিয়ে দেখিস না
মরল যাদের সকাল দুপুর
মরল যাদের এক ঘেয়ে রাত
তাদের বুঝিস না
হায় রে জীবন এক চোখও তুই আমায় দেখিস না
আমায় নিয়ে কাব্য, গল্প, নাট্য, নৃত্য কত
আমার জন্য দেশ বিদেশের তারিফ হাতে পাওয়া
হায় রে তবু আমার জোটে আয় বললেই যাওয়া
বিড়াল পায়ে পায়ে আয় বললেই গায়ে হলুদ ফুলশয্যায় শোয়া
আয় বললেই খুন্তি হাতা স্তন্য দুগ্ধ মায়া
আয় বললেই মা জননী সংসারের ছায়া
প্রাণ জুরোবে বিরাম নেবে অহংকারী মন
আমার জন্য থাকবে না তো অন্য আয়োজন
বাঃ রে জীবন বাঃ ভেবে দেখলি না
নারী সে কি নারী কেবল মানুষ ওকি না
ডাকলি কেবল নানান নামে নামটা দিলি না
তাই কখনো আয় বললে বাবার ছায়ায় মেয়ে
তাই কখনো আয় বললে অতি পরম গুরু
তাই কখনো আয় বললে আমি সে জননী
আমার কাছে চাওয়া ধন্য জীবন
আয় বললেই বিড়াল পায়ে পায়ে
হেট মুণ্ডি থালার দিকে যাওয়া



Credits
Writer(s): Jayita Das Gupta, Subho Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link