Projonmo

সোনালি দিনেরা সব পাখির মতো কোথায় দূরে হারিয়ে গেল
ফেলে আসা দিনের সেই ফেরিওয়ালার মতো
অদ্ভুত সব আমেজ-জড়ানো ডাক
সেইসব অপূর্ব দিন-রাত্রি কোথায় যেন মিলিয়ে গেল
কত আলো, কত ভিড়, কত উচ্ছ্বাস!
একেকটা কবিতা বলেছি
একেকটা আবৃত্তির শেষে দর্শকশ্রোতা আকুল হয়ে পড়তো
তখন বুঝিনি, একদিন আলো কমে আসবে
উচ্ছ্বাস ফিকে হয়ে যাবে, উল্লাস স্তিমিত হবে
ভাবিনি, একবারও ভাবিনি, কিন্তু এটাই সত্যি

আজ বড়ো কান্না আসে, গলা চলতে চায় না
দম বন্ধ হয়ে আসে, চোখের নজর তাল কেটে দেয়
তবু কবিতারা জড়িয়ে আছে যে সর্বময় অস্তিত্বে
কবিতারা বাতাস হয়ে আজও আদর করে
আকাশ হয়ে এখনো স্বপ্ন ছড়ায়
বৃষ্টি হয়ে এখনো বুকের ভিতরে মাদল বাজায়

মেয়েকে ডাকি, বলি
"বল তো মা, বল দেখি
असतो मा सद्गमय"
"असतो मा सद्गमय"
"तमसो मा ज्योतिर्गमय"
"तमसो मा ज्योतिर्गमय"

असतो मा सद्गमय
तमसो मा ज्योतिर्गमय



Credits
Writer(s): Gouri Ghosh, Jayita Das Gupta, Subho Dasgupta
Lyrics powered by www.musixmatch.com

Link