Andhar Jibon Amar

আঁধার জীবন আমার, তুই যে আলো
আঁধার জীবন আমার, তুই যে আলো

তোকে নিয়েই আমি স্বপ্ন যে দেখি
আমার জীবনে তুই নতুন দিশা
মা, ও মা, মা, ও মা
আশা আমার, তুই যে আশা

আঁধার জীবন আমার, তুই যে আলো
আঁধার জীবন আমার, তুই যে আলো

সব ভুলে যাই আমি তোকে দেখে
একদিন চলে যাবো তোকে রেখে
সব ভুলে যাই আমি তোকে দেখে
একদিন চলে যাবো তোকে রেখে

আয় রে আমার বুকে আয় ছুটে আয়
আয় রে আমার বুকে আয় ছুটে আয়
তুই ছাড়া আমার আর কেউ নাই

আঁধার জীবন আমার, তুই যে আলো
আঁধার জীবন আমার, তুই যে আলো

স্মৃতিটুকু রেখে গেছো, আজ তুমি নেই
ব্যথা ভরা সুর বাজে এই বুকেতেই
স্মৃতিটুকু রেখে গেছো, আজ তুমি নেই
ব্যথা ভরা সুর বাজে এই বুকেতেই

কান্না জড়ানো হাসি মনকে ভোলায়
কান্না জড়ানো হাসি মনকে ভোলায়
সুখেও কেন চোখে জল আসে হায়

আঁধার জীবন আমার, তুই যে আলো
আঁধার জীবন আমার, তুই যে আলো
আঁধার জীবন আমার...



Credits
Writer(s): Soumitra Kundu, Subham
Lyrics powered by www.musixmatch.com

Link