Hele Dule Chole Dekho

হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া
করছে ঘায়েল সে আমার হিয়া
হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া
করছে ঘায়েল সে আমার হিয়া

গোলাপ গোলাপ গালে কী যে লালিমা
গোলাপ গোলাপ গালে-
গোলাপ গোলাপ গালে কী যে লালিমা

পলক পড়ে না ওই রূপ হেরিয়া
হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া
পলক পড়ে না ওই রূপ হেরিয়া
হেলে দুলে চলে দেখো আমার প্রিয়া

ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি
ব্যান্ড পার্টি, ও আমার ব্যান্ড পার্টি

একটি মেয়েকে আমি ভালোবাসি
জানে না নিজেই সে কত রূপসী
চোখ দুটো যেন তার বনহরিণী
একরাশ খোলা চুলে মেঘবরণী

একটি মেয়েকে আমি ভালোবাসি
জানে না নিজেই সে কত রূপসী
চোখ দুটো যেন তার বনহরিণী
একরাশ খোলা চুলে মেঘবরণী

ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি
বা-বা-বা-ব্যান্ড পার্টি, আমার ব্যান্ড পার্টি, ও আমার ব্যান্ড পার্টি

মুখে তাকে বলি আমি ব্যান্ড পার্টি
মনে মনে জানি তার মনটা খাঁটি
লাল লাল ঠোঁট দুটো যেন কামিনী
পাতলা কোমরে সে যে রায় বাঘিনী

মুখে তাকে বলি আমি ব্যান্ড পার্টি
মনে মনে জানি তার মনটা খাঁটি
লাল লাল ঠোঁট দুটো যেন কামিনী
পাতলা কোমরে সে যে রায় বাঘিনী

ব্যান্ড পার্টি, ব্যান্ড পার্টি
ব্যান্ড পার্টি, ও আমার ব্যান্ড পার্টি

পার্টি, পার্টি পার্টি
ব্যান্ড পার্টি
ইয়ে চুপ, চুপ, চুপ, চুপ
আরে চুপ, আরে চুপ, আরে চুপ



Credits
Writer(s): Soumitra Kundu, Subham
Lyrics powered by www.musixmatch.com

Link