Pratima Diye Ki Pujibo Tomare

প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে
এ বিশ্ব নিখীল তোমারই প্রতীমা
প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে
মন্দির তোমার কি গড়িব মাগো
মন্দির যাহার দিগন্ত নীলিমা
(প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে
প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে)

তোমার প্রতীমা শশী তারা রবী
সাগর নির্ঝর ভূধর অটবি
তোমার প্রতীমা শশী তারা রবী
সাগর নির্ঝর ভূধর অটবি
নিকুঞ্জ ভবন বসন্ত পবন
তরু লতা ফল ফুল মধুরিমা
(প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে
প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে)

তথাপি মাটির এ প্রতীমা গড়ি
পুজিতে তোমারে চাই মা ঈশ্বরী
তথাপি মাটির এ প্রতীমা গড়ি
পুজিতে তোমারে চাই মা ঈশ্বরী
অমর কবির হৃদয় গভীর
ভাষায় যাহার দিতে নারি সীমা
খুঁজিয়ে বেড়াই অবোধ আমরা
দেখিয়া আপনি দিয়েছ মা ধরা
খুঁজিয়ে বেড়াই অবোধ আমরা
দেখিয়া আপনি দিয়েছ মা ধরা
দুয়ারে দাঁড়ায়ে হাতটি বাড়ায়ে
ডাকিছ নিয়ত করুনাময়ী মা

প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে
এ বিশ্ব নিখীল তোমারই প্রতীমা
(প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে
প্রতীমা দিয়ে কি পুজিব তোমারে)



Credits
Writer(s): Dwijendralal Roy
Lyrics powered by www.musixmatch.com

Link