Maa Achen Ar Ami Achi

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

আমি মায়ের হাতে খাই পড়ি
মা নিয়েছেন আমার ভার
আমি মায়ের হাতে খাই পড়ি
মা নিয়েছেন আমার ভার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

ওরে, সংসার পাকে ঘোর বিপাকে
যখন দেখি অন্ধকার
ওরে, সংসার পাকে ঘোর বিপাকে
যখন দেখি অন্ধকার

সেই ঘোর আঁধারে মা আমারে
বাণী শোনায় বারেবার
সেই ঘোর আঁধারে মা আমারে
বাণী শোনায় বারেবার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

এসে ছয়জনাতে একই সাথে
পথ ভুলায় যে বারেবার
এসে ছয়জনাতে একই সাথে
পথ ভুলায় যে বারেবার

সে বিপথ হতে ধরে হাতে
মা যে করিছেন উদ্ধার
সে বিপথ হতে ধরে হাতে
মা যে করিছেন উদ্ধার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

মাকে ভুলে থাকি তবুও দেখি
ভোলে না মা একটি বার
মাকে ভুলে থাকি তবুও দেখি
ভোলে না মা একটি বার

এমন স্নেহের আধার মা যে আমার
আমি মায়ের, মা আমার
বড়ো স্নেহের আধার মা যে আমার
আমি মায়ের, মা আমার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার

আমি মায়ের হাতে খাই পড়ি
মা নিয়েছেন আমার ভার

মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার
মা আছেন আর আমি আছি
ভাবনা কি আর আছে আমার



Credits
Writer(s): Manomohan Chakrabarty, Ramkrishna Mission
Lyrics powered by www.musixmatch.com

Link