Prithibir Dukone Thaki

পৃথিবীর দু'কোণে থাকি যদি দু'জনে, মিলবোই
গোধূলির সীমানায় দেখা হবে দু'জনায়, মিলবোই
মানি না নিষ্ঠুর জগতটাকে
নেই কিছু আর যা পিছুডাকে
সব বাধা ছিঁড়ে মোরা মিলবোই

পৃথিবীর দু'কোণে থাকি যদি দু'জনে, মিলবোই
গোধূলির সীমানায় দেখা হবে দু'জনায়, মিলবোই

ঘন আকাশে, খর বাতাসে
উত্থাল এই ঢেউ, তাই দু'কুল ভাসে

ঘন আকাশে, খর বাতাসে
উত্থাল এই ঢেউ, তাই দু'কুল ভাসে
সেই আঁধারের ঢেউ সাঁতরে
খুঁজে খুঁজে পথ হাতড়ে

পৃথিবীর দু'কোণে থাকি যদি দু'জনে, মিলবোই
গোধূলির সীমানায় দেখা হবে দু'জনায়, মিলবোই

ঘন শ্রাবণে, ভরা প্লাবনে
তরী ডুবেছে, তাই শুধু দু'জনে

ঘন শ্রাবণে, ভরা প্লাবনে
তরী ডুবেছে, তাই শুধু দু'জনে
কেটে যাবে সব দুর্যোগ
আমরা যদি বলি "ভোর হোক"

পৃথিবীর দু'কোণে থাকি যদি দু'জনে, মিলবোই
গোধূলির সীমানায় দেখা হবে দু'জনায়, মিলবোই
মানি না নিষ্ঠুর জগতটাকে
নেই কিছু আর যা পিছুডাকে
সব বাধা ছিঁড়ে মোরা মিলবোই

পৃথিবীর দু'কোণে থাকি যদি দু'জনে, মিলবোই
গোধূলির সীমানায় দেখা হবে দু'জনায়, মিলবোই



Credits
Writer(s): Madhu Mukherjee, Ritu Parna Ghosh
Lyrics powered by www.musixmatch.com

Link